scorecardresearch
 

Narendra Modi Kashmir : 'ভরসা রাখুন', জম্মু-কাশ্মীরের যুবদের বিশেষ বার্তা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন যে, "স্বাধীনতার ৭ দশকে, জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র ১৭ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ করা সম্ভব হয়েছে। গত ২ বছরে এই অঙ্ক পৌঁছেছে ৩৮ হাজার কোটি টাকায়।" প্রধানমন্ত্রী বলেন, "জম্মু ও কাশ্মীর উন্নয়নের নতুন গল্প লিখছে। আমরা বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ করেছি। জম্মু ও কাশ্মীরের যুবকরা কাজের সুযোগ পাবেন।" 

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • জম্মুকাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব আরোপ
  • যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের আশ্বাস

৩৭০ ধারা রদের পর প্রথমবার জম্মুকাশ্মীরে (Jammu And Kashmir) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, "এই জায়গা আমার জন্য নতুন নয়। জম্মুকাশ্মীরের উন্নয়নে গতি আনতে দ্রুত কাজ চলছে। পঞ্চায়েতি ব্যবস্থা লাগু করার সময় অনেক ঢাকঢোল বাজানো হয়েছিল। কিন্তু জম্মুকাশ্মীরের মানুষ এখনও এর থেকে বঞ্চিত।" 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন যে, "স্বাধীনতার ৭ দশকে, জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র ১৭ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ করা সম্ভব হয়েছে। গত ২ বছরে এই অঙ্ক পৌঁছেছে ৩৮ হাজার কোটি টাকায়।" প্রধানমন্ত্রী বলেন, "জম্মু ও কাশ্মীর উন্নয়নের নতুন গল্প লিখছে। আমরা বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ করেছি। জম্মু ও কাশ্মীরের যুবকরা কাজের সুযোগ পাবেন।" 

এদিন উপত্যকার যুবসম্প্রদায়কে তাঁর কথায় ভরসা রাখার আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন,"আপনাদের পূর্বপুরুষদের যে কষ্ট নিয়ে বাঁচতে হয়েছে, তেমনটা আপনাদের হবে না।" তিনি বলেন, "৮ বছরে ধরে এক ভারত শ্রেষ্ঠ ভারত মন্ত্র বাস্তবায়নের জন্য অবিরাম কাজ করা হচ্ছে। পঞ্চায়েতগুলি সরাসরি ২২ হাজার কোটি টাকার বাজেট পাবে।" 

দূরত্ব মেটানোই সরকারের প্রথম লক্ষ্য করে এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে অদূর ভবিষ্যতে কন্যাকুমারিকা থেকে বৈষ্ণদেবী পর্যন্ত সড়ক পথ তৈরির কথাও শোনা যায় তাঁর মুখে। এদিন দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্বায় ৫০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়। একইসঙ্গে চেনাব নদীর উপর ৮৫০ মেগাওয়াট রাটল জলবিদ্যুৎ প্রকল্প এবং ৫৪০ মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। একইসঙ্গে প্রতিটি মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যপরিষেবা কথাও বলেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী বার্তা দেন, "পঞ্চায়েত বা সংসদ যাই হোক, কোনও কাজই ছোট নয়। আমি যদি পঞ্চায়েতে বসে প্রতিজ্ঞা করি যে আমি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, তাহলে দেশ অবশ্যই এগিয়ে যাবে।"

Advertisement

আরও পড়ুনএকজন মানুষ বছরে কতটা সময় ঘুমোন? উত্তর জানলে চমকে যাবেন

 

Advertisement