জাভেদ হাবিবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালJawed Habib hair spit controversy Viral Video: বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে এক মহিলার চুল কাটতে দেখা গিয়েছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণ চুল কাটার সময়ে জাভেদ হাবিবের অদ্ভুত আচরণ। জাভেদ হাবিব থুতু দিয়ে চুল কেটে দেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা।
ভিডিওতে দাবি করা হচ্ছে, জাভেদ হাবিব চুল কাটতে গিয়ে জল ব্যবহার না করে থুতু ব্যবহার করেন। অভিযোগ, জাভেদ হাবিব এখানেই থেমে থাকেননি, তিনি বলেন যে এই থুতুতে জীবন আছে। এরপর সামাজিক মাধ্যমে জাভেদ হাবিবকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। সেই সঙ্গে এই ভিডিও ভাইরাল হওয়ার পর মহিলার প্রতিক্রিয়াও সামনে এসেছে। তবে জাভেদ হাবিবের পক্ষ এখনো প্রকাশ করা হয়নি। জাভেদ হাবিবের এই ভিডিও মুজাফফরনগরের বলা হচ্ছে।
For those who goes to Javed Habib's saloon pic.twitter.com/dblHxHUBkw
— Rishi Bagree (@rishibagree) January 5, 2022
ভিডিওতে জাভেদ হাবিব এক মহিলাকে চুল কাটতে মঞ্চে ডেকেছেন। চুল কাটতে কাটতে তিনি বলেন, "আমার চুল নোংরা, শ্যাম্পু না লাগায় কেন নোংরা হয়, মন দিয়ে শুনুন, আর যদি জলের অভাব না হয়"। এরপরেই মহিলার মাথা থুতু ছিটিয়ে দেন তিনি। তখন জাভেদ হাবিব আবার বলেন,"থুতুতে জীবন আছে"। এই সময় মানুষ সেখানে উপস্থিত প্রচণ্ড হাততালি দেয়, যদিও যে মহিলার চুল কাটা হচ্ছে সে ভিডিওতে কিছুটা অস্বস্তিকর অবস্থায় দেখা যায়। এবার এই মহিলার প্রতিক্রিয়াও এসেছে। তাঁর নাম পূজা গুপ্তা।
টুইটারে প্রকাশিত মহিলার ভিডিওতে তিনি বলেছেন, 'আমার নাম পূজা গুপ্তা, বংশিকা বিউটি পার্লার নামে আমার একটি পার্লার আছে। আমি বারাউটের বাসিন্দা। গতকাল জাভেদ হাবিব স্যারের একটি সেমিনারে অংশ নিয়েছিলাম। তিনি আমাকে চুল কাটার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান। দুর্ব্যবহার করলেন তিনি। দেখালেন জল না থাকলে থুতু দিয়েও চুল কাটা যায়। রাস্তার নাপিতের থেকে চুল কাটব কিন্তু জাভেদ হাবিবের কাছ থেকে নয়।