scorecardresearch
 

মিমের মাধ্যমে সারা বিশ্বে নাম ছড়িয়েছিল এই তরুণীর, বাড়ির কাছেই উদ্ধার দেহ

ওয়াশিংটন স্টেট পেট্রোল ট্রুপার জ্যাকব কেনেট জানান, সোমবার মার্কিন সময় দুপুর ১টা ২০ মিনিটে ওয়াশিংটনের বার্চ বে স্টেট পার্কে তার দেহ পাওয়া যায়। ১৯৪-একরের যে পার্ক কাইলিয়ার মৃতদেহটি পাওয়া গিয়েছে সেটি তার লিন্ডেনের বাড়ি থেকে মাত্র ৩০ মিনিটের পথ।

Advertisement
Kailia Posey (Source - Instagram) Kailia Posey (Source - Instagram)
হাইলাইটস
  • মিম দিয়েছিল জনপ্রিয়তা
  • মাত্র ১৬ বছর বয়সেই মৃত্যু মার্কিন তরুণীর
  • মৃত্যুর তদন্ত শুরু

মাত্র ১৬ বছর বয়সে মৃত্যু কাইলিয়া পোসের  (Kailia Posey)। বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ পাওয়া যায়। কাইলিয়া পোশে তার মিমের জন্য সারা বিশ্বে পরিচিত। 'গ্রিনিং গার্ল' নামেও পরিচিত ছিল সে। 

পোশে আমেরিকার টিভি রিয়েলিটি সিরিজ 'Toddlers and Tiaras'-এ দেখা গিয়েছিল তাকে। সে আত্মহত্যা করেছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

ওয়াশিংটন স্টেট পেট্রোল ট্রুপার জ্যাকব কেনেট জানান, সোমবার মার্কিন সময় দুপুর ১টা ২০ মিনিটে ওয়াশিংটনের বার্চ বে স্টেট পার্কে তার দেহ পাওয়া যায়। ১৯৪-একরের যে পার্ক কাইলিয়ার মৃতদেহটি পাওয়া গিয়েছে সেটি তার লিন্ডেনের বাড়ি থেকে মাত্র ৩০ মিনিটের পথ।

'দ্য সান'-এর খবর অনুযায়ী, বুধবার কাইলিয়ার পরিবারের লোকজন এই মর্মান্তিক ঘটনার কথা জানায়। এর আগে, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল যে লাস ভেগাসে তার গাড়ির দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল নিজের বাড়িতেই জন্মদিন উদযাপন করেছিল কাইলিয়া পোশে। 

সবচেয়ে প্রথম মৃত্যু সংবাদ জানান কাইলিয়ার মা
কাইলিয়া পোশের মৃত্যুর খবরটি প্রথম জানান কাইলিয়ার মা মার্সি পোসে গুটারম্যান। ফেসবুকে তিনি লেখেন, 'আমার কোনও কথা বা ভাবনা নেই, একটি সুন্দরী মেয়ে চলে গিয়েছে। দয়া করে আমাদের গোপনীয়তা দিন... কারণ আমাদের মেয়ে চিরতরে চলে গিয়েছে'।

মিস ওয়াশিংটন টিন ইভেন্টে অংশ নিয়েছিল
Kylia Posche 2009 থেকে ২০১৩ পর্যন্ত TLC-তে সম্প্রচারিত Toddlers & Tiaras সিজন ৭-এ অংশ নিয়েছিল সে। সেই সিরিজে তার মাও ছিলেন। সেই সময়ে বিউটি কনটেস্টেও যোগ দেওয়া শুরু করে। এই বছরের ফেব্রুয়ারিতে, মিস ওয়াশিংটন টিন ইউএসএ ইভেন্টেও অংশ নিয়েছিল সে।

আরও পড়ুনWhatsapp-এ এবার Instagram-এর ফিচার, মিলছে অ্যাপে

Advertisement

 

Advertisement