scorecardresearch
 

Kili Paul Viral Video : এবার শাহরুখের 'জালিমা'য় মন কাড়লেন কিলি পল, নিমেষে Viral Video

শাহরুখ খানের (Shah Rukh Khan) রইস ছবিতে ছিল জালিমা গানটি। পারম্পরিক মাসাই পোশাকে গানটির সঙ্গে লিপ মিলিয়েছেন কিলি পল। আর আশ্চর্যজনকভাবে লিপ মেলানোর সময় কোথাও কোনওরকম আটকে যাননি তিনি।

Advertisement
শাহরুখ খানের অভিনীত গানে লিপ মেলালেন কিলি পল শাহরুখ খানের অভিনীত গানে লিপ মেলালেন কিলি পল
হাইলাইটস
  • ফের ভাইরাল কিলি পলের ভিডিও
  • এবার শাহরুখের গানে মেলালেন লিপ
  • প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

ইন্টারনেট সেনসেশন কিলি পলের (Killi Paul) বেশকিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওগুলিতে বেশ পছন্দও হয়েছে নেটিজেনদের। এবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে চলে এলে তাঁর নতুন ভিডিও। বলিউড অভিনেতা শাহরুখ খানের অভিনীত জনপ্রিয় গান 'জালিমা'র সঙ্গে লিপ মিলিয়েছিন এই তানজানিয়ার যুবক। 

শাহরুখ খানের (Shah Rukh Khan) রইস ছবিতে ছিল জালিমা গানটি। পারম্পরিক মাসাই পোশাকে গানটির সঙ্গে লিপ মিলিয়েছেন কিলি পল। আর আশ্চর্যজনকভাবে লিপ মেলানোর সময় কোথাও কোনওরকম আটকে যাননি তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর এখনও পর্যন্ত ১ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। আর সেটি দেখার পরে বিভিন্ন কমেন্টও করেছেন ইউজাররা। কেউ লিখেছেন 'চমৎকার' তো কেউ লিখেছেন 'আশ্চর্যজনক'। 

প্রসঙ্গত, জালিমা হল রাইস ছবির একটি গান যেখানে শাহরুখ খান এবং মাহিরা খান রয়েছেন। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং হর্ষদীপ কৌর। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

আরও পড়ুনঅধিবেশন উত্তপ্ত হয়েছে অতীতেও, মমতার বিরুদ্ধেই উঠেছিল শাল ছোঁড়ার অভিযোগ


 

Advertisement