প্রত্যেকেই নিজের বিয়েকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন। এর জন্য মানুষ অনেক পরিকল্পনা করেন ও প্রভূত অর্থ ব্যয় করেন। এবার নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে আজব ঘটনা ঘটালেন মধ্যপ্রদেশের এক মহিলা। আর তাঁর এই অভিনব কৌশল শুধু স্মরণীয়ই হয়ে ওঠেনি, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও এই নিয়ে বক্তব্য রেখেছেন।
মধ্যপ্রদেশের বেতুল জেলার ঘটনা
ঘটনাটি মধ্যপ্রদেশের বেতুল জেলার। গত সপ্তাহে বিয়ে করেন বেতুলের জাভরা গ্রামের বাসিন্দা ভারতী তাগদে। বিয়ের বিশেষ আয়োজন করতে মাহিন্দ্রা ট্রাক্টরের সাহায্য নেন তিনি। কনের সাজে এবং কালো চশমা পরে ট্র্যাক্টর চালিয়ে ওয়েডিং প্যাভিলিয়নে পৌঁছান ভারতী, যা দেখে অতিথিরা অবাক হয়ে যান। সেই সময় ভারতীর দুই ভাইও ট্রাক্টরে বসে ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
জানা গিয়েছে, নিজের বিয়েকে স্মরণীয় করে তুলতেই এই অভিনব কৌশল নেন ভারতী। তিনি বলেন, 'পালকি বা গাড়িতে যাওয়ার ট্রেন্ড এখন পুরনো ফ্যাশন। আমি ভিন্ন কিছু করতে চেয়েছিলেন। তাই ট্রাক্টরের আইডিয়া পছন্দ হয়।' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভারতীর এই অনন্য ভাবনা। ভাইরাল ভিডিওতে, ভারতীকে ফিল্মি স্টাইলে একটি ট্র্যাক্টরে চড়ে বিয়ের মণ্ডপে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
অনন্দ মহিন্দ্রার মন্তব্য
শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও টুইটারে এই সম্পর্কিত একটি ক্লিপ শেয়ার করেছেন। ক্লিপটি শেয়ার করে আনন্দ মহিন্দ্রা লেখেন, "বধূর নাম 'ভারতী' এবং সে 'স্বরাজ' (Swaraj) চালাচ্ছে। মহিন্দ্রা রাইস ব্র্যান্ডে এটি ভালও লাগছে।" প্রসঙ্গত স্বরাজ হল মাহিন্দ্রার প্রধান ট্রাক্টর ব্র্যান্ড (Tractor Brand) এবং এটি ভারতের প্রতিটি জায়গাতেই বেশ জনপ্রিয়। এটি ভারতের অন্যতম সেরা ট্রাক্টর ব্র্যান্ড।
ইউজারদের মজার কমেন্ট
আনন্দ মাহিন্দ্রা ক্লিপটি শেয়ার করার পর ইউজাররা সেটি নিয়ে মজার মজার মন্তব্য করতে শুরু করেছেন। একজন ইউজার লিখেছেন, নববধূ যেভাবে ট্রাক্টর চালাচ্ছেন, তিনিও সেভাবেই ট্রাক্টর চালানো শিখেছিলেন। যদিও আসলে কনেকে ট্রাক্টরে চড়িয়ে দুই ভাইয়ের একজন ব্রেক আর অন্যজন ক্লাচ সামলাচ্ছিলেন। কনের হাতে শুধুই স্টিয়ারিং ছিল। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে বলিউড শীঘ্রই এটির কপি করবে।
আরও পড়ুন - একরত্তিকে দেখেই উৎফুল্ল বাবা, স্ত্রীকে স্নেহের ছোঁয়া জিরাফের, Viral Video