Kurkure Police Complaint: 'মা কুরকুরে কিনে দিচ্ছে না', কিশোরের অভিযোগে বাড়িতে এল পুলিশ, তারপর...

পুলিশের ১১২ নম্বরে ফোন করে মা ও বোনের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ জানাল এক কিশোর। তার দাবি, কুরকুরে কেনার জন্য় ২০ টাকার বায়না করায় তাকে মা রীতিমতো বেঁধে রেখেছে। পিটুনিও জুটেছে কপালে। 

Advertisement
'মা Kurkure কিনে দিচ্ছে না', কিশোরের অভিযোগে বাড়িতে এল পুলিশ, তারপর...কুরকুরে পেয়ে হাসি ফুটল কিশোরের মুখে।
হাইলাইটস
  • পুলিশের ১১২ নম্বরে ফোন করে মা ও বোনের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ জানাল এক কিশোর।
  • তার দাবি, কুরকুরে কেনার জন্য় ২০ টাকার বায়না করায় তাকে মা রীতিমতো বেঁধে রেখেছে।
  • কিশোরের এই অভিযোগ শুনে প্রথমে হেসেই ফেলেছিলেন এমার্জেন্সি সার্ভিসের পুলিশ কর্মীরা।

হ্যাঁলো, এমপি পুলিশ?
-হ্যাঁ বলুন, কীভাবে সাহায্য করতে পারি
আমার মা কুরকুরে কিনে দিচ্ছে না। মা ও বোন মিলে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মারছে।
-চিন্তা করবেন না, আমরা আসছি!

এমনই আজব কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায়। পুলিশের ১১২ নম্বরে ফোন করে মা ও বোনের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ জানাল এক কিশোর। তার দাবি, কুরকুরে কেনার জন্য় ২০ টাকার বায়না করায় তাকে মা রীতিমতো বেঁধে রেখেছে। পিটুনিও জুটেছে কপালে। 

কিশোরের এই অভিযোগ শুনে প্রথমে হেসেই ফেলেছিলেন এমার্জেন্সি সার্ভিসের পুলিশ কর্মীরা। তবে এমন 'গুরুতর অভিযোগ' তো আর হেসে উড়িয়েও দেওয়া যায় না। উর্ধ্বতন কর্তাদের জানাতেই তাঁরা বলেন, এখনই ওই কিশোরের বাড়িতে যেতে হবে। তবে সেটা খালি হাতে নয়।

সেই মতোই কোতোয়ালি থানার খুটার ফাঁড়িতে অর্ডার যায়। বিষয়টি শুনেই পুলিশকর্মীরা তার বাড়ি রওনা দেয়। যাওয়ার পথে অবশ্য দোকান থেকে কুরকুরের প্যাকেটও কিনে নেন। এরপর গ্রামে সেই কিশোরের বাড়িতে পৌঁছে যান।



সেখানে তখন হুলস্থুল অবস্থা। রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে ছেলেটি। সঙ্গে মায়ের বকুনিও চলছে। তবে পুলিশকর্মীদের ঢুকতে দেখেই সবাই তাজ্জব বনে যান। সত্যিই তো! কুরকুরে নিয়ে অভিযোগেও পুলিশ আসে? ভাবতেও পারেননি কিশোরের মা।

এরপরই কিশোরকে জড়িয়ে ধরে আশ্বস্ত করেন পুলিশ কর্মীরা। আর সেই সঙ্গে হাতে তুলে দেন তার প্রিয় কুরকুরে। তাঁদের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছেলেটির মাকে আর বেশি রাগারাগি, মারধর না করারও অনুরোধ করেন পুলিশকর্মীরা। 

গোটা বিষয়টিতে বেশ মজা পেয়েছেন পাড়া, প্রতিবেশীরা। কুরকুরের অভিযোগেও যে পুলিশ আসে, তা ভেবেই অবাক সকলে। 

POST A COMMENT
Advertisement