Lion Man Face off: মাঝরাতে মুখোমুখি মানুষ আর সিংহ! তারপর যা হল, Viral Video

গুজরাতে ক্যামেরাবন্দি এক এক বিরল ঘটনা। সিংহের সঙ্গে এক ব্যক্তির মুখোমুখি হওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল। ঘটনাস্থল, জুনাগঢ জেলার ডুঙ্গারপুরের পাতাপুর গ্রাম।

Advertisement
মাঝরাতে মুখোমুখি মানুষ আর সিংহ! তারপর যা হল, Viral Videoসিসিটিভি ফুটেজের একটি দৃশ্য।
হাইলাইটস
  • গুজরাটে ক্যামেরাবন্দি এক এক বিরল ঘটনা।
  • সিংহের সঙ্গে এক ব্যক্তির মুখোমুখি হওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল।
  • ঘটনাস্থল, জুনাগঢ জেলার ডুঙ্গারপুরের পাতাপুর গ্রাম।

গুজরাতে ক্যামেরাবন্দি এক এক বিরল ঘটনা। সিংহের সঙ্গে এক ব্যক্তির মুখোমুখি হওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল। ঘটনাস্থল, জুনাগঢ জেলার ডুঙ্গারপুরের পাতাপুর গ্রাম। আধার সিমেন্ট ফ্যাক্টরির গেটের ঠিক সামনে এই ঘটনাটি ঘটে।ভিডিওতে দেখা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ কারখানা থেকে বেরোচ্ছিলেন ওই ব্যক্তি। দরজা পেরিয়ে কয়েক কদম হাঁটতেই চোখে পড়ল সিংহ। মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিলেন দু’জনেই। তারপরেই দৌড়। প্রাণপণে কারখানার ভিতরের দিকে ছুটলেন ওই ব্যক্তি। সিংহও দ্রুত দিক পরিবর্তন করে ছুটল পাশের জঙ্গলের দিকে।

কারখানার মালিক সাগর কোঠেচা জানিয়েছেন, এই অঞ্চলে গত কয়েক দিন ধরেই সিংহের আনাগোনা দেখা যাচ্ছিল। তাঁর কথায়, 'এটা বনাঞ্চল হওয়ায় রাতের বেলা বা ভোরে সিংহ দেখা এখানে অস্বাভাবিক কিছু নয়। তবে এত রাতে কারখানার গেটের এত কাছে সিংহকে দেখা, সেটাই বিরল ঘটনা। ওই ব্যক্তি ভয় পেয়ে ভেতরে দৌড়ে যান, আর সিংহও তেমনই দ্রুত জঙ্গলের ভিতর ফিরে যায়।'

কারখানার মালিক আরও বলেন, এর আগেও কারখানার গেটের পাশ দিয়ে সিংহ হেঁটে যেতে দেখা গিয়েছে। তবে এতদিন কখনও কোনও ক্ষতি করেনি। 'সে যতই কমন হোক, হঠাৎ রাস্তায় সিংহ চলে এলে, ভয় পাওয়াটাই স্বাভাবিক,' মন্তব্য তাঁর।

ভিডিওটি দেখে নেটিজেনরা একদিকে যেমন ভয় পাচ্ছেন, অন্যদিকে বিস্মিতও বটে। গুজরাতের বনাঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর মুখোমুখি হওয়াটা যদিও খুব বিরল কোনও ঘটনা নয়। বন্যপ্রাণ সংরক্ষণকর্মীদের মতে, এই ধরনের ঘটনায় এটাই প্রমাণ হয় যে, বনাঞ্চলের আশেপাশে মানব বসতির বিস্তার ক্রমশ বাড়ছে। এতে মানুষই বন্যপ্রাণীদের স্থান ধীরে ধীরে দখল করে নিচ্ছে।

গুজরাতে, বিশেষ করে জুনাগঢ ও গির অরণ্যের আশপাশে সিংহের দেখা পাওয়া নতুন কিছু নয়। সেরাজ্যের গর্ব এই এশিয়ান লায়ন। এই সিংহ দেখতে প্রতি বছর এখানে বহু পর্যটক আসেন। কিন্তু রাতের অন্ধকারে কর্মস্থল থেকে বেরিয়ে হঠাৎ সিংহের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে মজা করে বলছেন, 'প্রকৃতি আর মানুষ, দু’জনেই একে অপরকে সমান ভয় পায়।'

Advertisement

POST A COMMENT
Advertisement