সাধনা! খাড়াই পাহাড়ে হেঁটেই তরতরিয়ে উঠছেন সাধু, SHOCKING VIDEO

ওই ভিডিওয় দেখা যাচ্ছে, খা়ড়াই পাহাড়ে খুব সাবলীলভাবে উঠে যাচ্ছেন ওই সাধু। আর তাঁর সেই পাহাড় চড়ার ভিডিও রেকর্ড করেছেন এক মহিলা, যিনি সমস্ত সেফটি সিকিউরিটি মেনে পাহাড়ে ওঠার চেষ্টা করছিলেন। 

Advertisement
সাধনা! খাড়াই পাহাড়ে হেঁটেই তরতরিয়ে উঠছেন সাধু, SHOCKING VIDEOভিডিওর স্ক্রিনশট
হাইলাইটস
  • পাহাড়ে উঠলেন সাধু
  • ভিডিও হল ভাইরাল
  • দেখে অবাক নেটিজেনরা

খাড়াই পাহাড়ে অবলীলায় উঠে গেলেন এক সাধু। তাও আবার কোনওরকম নিরাপত্তা সাপোর্ট ছাড়াই। সেই ভিডিওই আরও একবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। 

ভিডিওটি (Viral Video) অবশ্য পুরনো। সেটি ট্যুইটারে শেয়ার করেছেন তানসু ইয়েগেন নামে এক ইউজার। ইতিমধ্যেই ভিডিওটি ৫ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওতে সাধুর পাহাড়ে চড়ার ভঙ্গি অবাক করেছে নেটিজেনদের। 

ওই ভিডিওয় দেখা যাচ্ছে, খা়ড়াই পাহাড়ে খুব সাবলীলভাবে উঠে যাচ্ছেন ওই সাধু। আর তাঁর সেই পাহাড় চড়ার ভিডিও রেকর্ড করেছেন এক মহিলা, যিনি সমস্ত সেফটি সিকিউরিটি মেনে পাহাড়ে ওঠার চেষ্টা করছিলেন। 

এই বিষয়ে বিভিন্ন কমেন্ট করেছেন নেটিজেনরা। এক ইউজার লিখেছেন, "ধ্যান এবং যোগব্যায়াম তাঁকে এটি এত সহজে করতে সাহায্য করেছে"। আরও এক ইউজার লেখেন, "আমি মনে করি এটি যোগব্যায়াম, ধ্যান এবং অনুশীলনের শক্তি"।

আরও পড়ুনফ্যাটি লিভারের সমস্যায় আর চিন্তা নেই, সুস্থ রাখবে এই ৩ খাবার

 

POST A COMMENT
Advertisement