scorecardresearch
 

অফিসে ঢুকতে ১ মিনিট লেট হলেই সর্বনাশ, কর্মীদের আজব সাজা দেয় কর্তৃপক্ষ

ভাইরাল হওয়া ওই লেটারে লেখা আছে, কর্মচারীরা যত মিনিট দেরি করে অফিসে আসবেন, অফিস শেষ হওয়ার পর তাঁদের প্রতি মিনিট হিসেবে ১০ মিনিট করে অতিরিক্ত কাজ করতে হবে। উদাহরণস্বরূপ, কোনও কর্মী যদি সকাল ১০টা ২ মিনিটে অফিসে ঢোকেন, তাহলে তাঁকে সন্ধ্যা ৬টার পর  ২০ মিনিট অতিরিক্ত (সন্ধ্যা ৬.২০ পর্যন্ত) কাজ করতে হবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দেরিতে অফিস ঢুকলেই শাস্তি
  • করতে হবে অতিরিক্ত কাজ
  • পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

চারদিন কাজ আর তিনদিন ছুটির ফর্মুলা নিয়ে অনেক সংস্থাই এখন চিন্তাভাবনা চালাচ্ছে। বিশ্বজুড়ে সপ্তাহে ৪ দিন ( Four Day Work Week) কাজের ধারণা নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও কিছু সংস্থা আছে যারা কর্মীদের থেকে বেশি কাজ পেতে নেতিবাচক পদ্ধতি অবলম্বন করছে। সোশ্যাল মিডিয়ায় এবার তেমনই একটি পোস্ট ভাইরাল হল।

ভাইরাল হওয়া ওই লেটারে লেখা আছে, কর্মচারীরা যত মিনিট দেরি করে অফিসে আসবেন, অফিস শেষ হওয়ার পর তাঁদের প্রতি মিনিট হিসেবে ১০ মিনিট করে অতিরিক্ত কাজ করতে হবে। উদাহরণস্বরূপ, কোনও কর্মী যদি সকাল ১০টা ২ মিনিটে অফিসে ঢোকেন, তাহলে তাঁকে সন্ধ্যা ৬টার পর  ২০ মিনিট অতিরিক্ত (সন্ধ্যা ৬.২০ পর্যন্ত) কাজ করতে হবে।

তবে কোন অফিসে এসব নিয়ম করা হয়েছে তা স্পষ্ট নয়। @CleverMonsterCT নামের একজন ব্যবহারকারী ট্যুইটারে লেটারটি পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ৪ লক্ষরও বেশি মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। রিট্যুইটও করেছেন হাজর হাজার মানুষ।

এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ইউজাররা। কেউ বলেছেন যে 'নতুন অফিস বিধি' সম্পূর্ণ ভুল, আবার কেউ বলেছেন যাঁরা বারবার দেরিতে আসেন তাদের জন্য এই নিয়মটি উপযুক্ত। এক ইউজার বলেছেন, অফিসের নিয়ম একটু কঠোর। অন্য একজন ইউজার বলেছেন- যাঁরা পেশাদার পদ্ধতিতে দেরিতে আসেন তাঁদের জন্য কিছু কঠোরতাও প্রয়োজন। 

আরও পড়ুনআধারের সঙ্গে IRCTC Account-এর লিঙ্ক করুন এভাবে, পাবেন বাড়তি সুযোগ

 

Advertisement