scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

How To Link Aadhaar Number With IRCTC Account : আধারের সঙ্গে IRCTC Account-এর লিঙ্ক করুন এভাবে, পাবেন বাড়তি সুযোগ

প্রতীকী ছবি
  • 1/6

এতদিন পর্যন্ত IRCTC ইউজার আইডি থেকে ৬টি টিকিট বুক করা যেত। তবে এখন নিয়মে পরিবর্তন করা হচ্ছে। 

প্রতীকী ছবি
  • 2/6

এবার একজন ইউজার তাঁর অ্যাকাউন্ট থেকে ২৪টি টিকিট বুক করতে পারবেন।

প্রতীকী ছবি
  • 3/6

তবে যদি আপনার আধার আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে বুক করা না থাকে তাহলে আপনি ১২টি টিকিট বুক করতে পারবেন। আর যদি আধার লিঙ্ক (Aadhar Card) করা থাকে তাহলে একমাসে ২৪টি টিকিট বুক করতে পারবেন। 

আরও পড়ুন - হাওড়ার পথে শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ, শুরু বাকবিতণ্ডা

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন আধার? সবচেয়ে প্রথমে www.irctc.co.in-এ যান। এবার ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

প্রতীকী ছবি
  • 5/6

তারপর মেনু অপশানে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে লিঙ্ক আধার করুন। সেখানে নাম, ঠিকানা, নম্বর ও অন্যান্য তথ্য দিন। 

আরও পড়ুনপানিহাটির দই চিঁড়ে উৎসবে ভিড়ের চাপে মৃত ৩, শোকপ্রকাশ মমতার

প্রতীকী ছবি
  • 6/6

চেক বক্সে ক্লিক করে OTP দিন এবং আপডেট বোতামে ক্লিক করে সাবমিট করুন। আধার কার্ড লিঙ্ক হলে আপনার কাছে কনফার্মেশান মেসেজ চলে আসবে। 

Advertisement