৬ নভেম্বর রবিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) শেষ সুপার ১২-র ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে (India vs Zimbabwe)। ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে। এখন এক পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি (Pakistani actress Sehar Shinwari) আসন্ন এই ম্যাচ সম্পর্কে টুইট করেছেন। তিনি বলেছেন যে জিম্বাবোয়ে ভারতকে হারাতে পারলে তিনি একজন জিম্বাবোয়ের লোককে (Zimbabwean Guy) বিয়ে করবেন।
নিজেদের গত ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে জিম্বাবোয়ে। এরপরই এই টুইটটি করেন সেহার। অতি-উৎসাহী এই ক্রিকেট ভক্ত বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দিন ভারতের হার কামনা করে একের পর এক টুইট করেন। ৩ নভেম্বর সেহার টুইটারে লিখেছিন, 'আমি একজন জিম্বাবোয়ের লোককে বিয়ে করব যদি তাদের দল পরের ম্যাচে অলৌকিকভাবে ভারতকে হারায়।'
টুইটটি ৩ হাজারের বেশি লোক লাইক করেছেন। রিটুইট করেছেন ২০০ জন। অনেকেই তাঁকে ট্রোল করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ভারত চার উইকেটে হেরে যাওয়ায় টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এই পাকিস্তানি তরুণীকে। সেহার দাবি করেছিলেন, ভারতের ক্রিকেট টিম আদতে ক্রিকেটই খেলতে পারে না। অস্ট্রেলিয়ার মতো দেশের কাছে ভারতের শেখা উচিত।