scorecardresearch
 

আলু কেটে গোটা বিশ্বের নজরে চলে এলেন পাকিস্তানের এই সুন্দরী, কীভাবে জানেন ?

সোশাল মিডিয়ায় নানা কারণে মানুষ ভাইরাল হয়। তাঁদের ভিডিও বা ছবি হু হু করে সোশাল মিডিয়ায় ছড়াতে শুরু করে। এমনই এক কিশোরীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই কিশোরীর বাড়ি পাকিস্তান। তবে তার ভিডিও ভাইরাল হওয়ার কারণ আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

পাকিস্তানের কিশোরী ভাইরাল পাকিস্তানের কিশোরী ভাইরাল
হাইলাইটস
  • Ekiya5 নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই মেয়েটির ,ভিডিও পোস্ট হয়েছে
  • সেখানে দেখা যাচ্ছে মেয়েটি আলু কা
  • আর সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল

সোশাল মিডিয়ায় নানা কারণে মানুষ ভাইরাল হয়। তাঁদের ভিডিও বা ছবি হু হু করে সোশাল মিডিয়ায় ছড়াতে শুরু করে। এমনই এক কিশোরীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই কিশোরীর বাড়ি পাকিস্তান। তবে তার ভিডিও ভাইরাল হওয়ার কারণ আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 

আরও পড়ুন : বৈশাখীকে সিঁদুর পরানো ছেলেখেলা নয়, ২ নয় আমার ৩ সন্তান : শোভন

Ekiya5 নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই মেয়েটির ,ভিডিও পোস্ট হয়েছে। আর তারপর থেকে মেয়েটির সুন্দর চোখ ও তার হাসির ফ্যান হয়ে গিয়েছেন নেটিজেনরা। মাত্র কয়েক়দিনের মধ্যে সেই ভিডিওতে লাইক সংখ্যা ১০ থেকে ৫০ হাজার ছাড়িয়ে যাচ্ছে। আর এখন তো সেই সংখ্যা আরও বাড়ছে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @aamu_5

যে ভিডিওটি সবথেকে বেশি ভাইরাল হয়েছে, সেটাতে দেখা যাচ্ছে স্মিত হাসিমুখে সেই কিশোরী আলু কাটছে। তার হাতের সামনে রাখা টমাটো, পেঁয়াজ ইত্যাদি। জানা গিয়েছে, ওই কিশোরীর নাম আমিনা রিওয়াজ। তার বাড়ি পাকিস্তানের সিন্ধে। 

এও জানা গিয়েছে, আমিনার ভিডিও ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করে তার এক বান্ধবী। তারপর থেকে একের পর এক ভিডিও পোস্ট হতে থাকে তার। আর তা দেখে খুশি নেটিজেনরা। অনেকেই প্রশংসা করেছে আমিনার রূপের। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @ekiya5

আরও পড়ুন : কোহলির চেয়ে বেশি টাকা জাদেজা-পন্তের, সঞ্জুর থেকে কম দাম ধোনির

একজন ইউজার লিখেছেন, 'এই মেয়েটি একদিন সুপারস্টার হবেই। আর একজনের কথায়, 'তোমাকে দেখলে আমার সারাদিন খুব ভালো কাটে।'