ধরুন আপনার দাঁত পরিষ্কার করার প্রয়োজন, তাহলে আপনি নিশ্চয় ব্রাশ করবেন, বা চিকিৎসকের কাছে যাবেন। কিন্তু যদি একটি চিংড়ি মাছ আপনার দাঁত পরিষ্কার করে দেয়, তাহলে? বিষয়টি শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনটাই ঘটেছে। ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে সেই ভিডিওটি।
ভিডিওতে (Video) দেখা যাচ্ছে জলের নিচে এক স্কুবা ডাইভার নিজের মুখটি খুলে দিলেন, আর একটি চিংড়ি সঙ্গে সঙ্গে সেই মুখের মধ্যে ঢুকে পড়ল। মুখের মধ্যে সেই চিংড়িটিকে এমনভাবে নিজের পা ও শুঁড় নাড়াতে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে যেন সেটি ওই স্কুবা ডাইভারের দাঁত পরিষ্কার করে দিচ্ছে।
Need Teeth Clean Contact me pic.twitter.com/7GSJdQjHjx
— Amazing Nature (@AmazingNature00) April 8, 2022
ভিডিওটি ট্যুইটারে (Twitter) শেয়ার হতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, চিংড়িটি কি বাস্তবেই ওই স্কুবা ডাইভারের দাঁত পরিষ্কার করে দিয়েছে? যদিও সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন - ২০০ কিমি/ঘণ্টা গতিবেগে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে পড়লেন মহিলা! তারপর...