আগামী ২০ থেকে ২২ জুন চাঁদের রূপকে বলা হচ্ছে 'স্ট্রবেরি মুন'। এর সেরা মুহূর্তটা দেখা যাবে ২১ জুন। গ্রীষ্মের অয়নায়নের একদিন পরেই এটা আবির্ভূত হবে।
এই চাঁদের আরও অনেক নাম আছে। তবে এটিকে সাধারণত স্ট্রবেরি মুন বলা হয়। মজার বিষয় হল, এই চাঁদের সঙ্গে 'হানিমুন'-এর সরাসরি সম্পর্ক রয়েছে। তার আগে এই চাঁদের অন্যান্য নাম জেনে নেওয়া যাক। তারপর হানিমুনের সঙ্গে এর সম্পর্কও প্রকাশ করা হবে। স্ট্রবেরি মুনকে 'হট মুন', 'হানি মুন' এবং 'রোজ মুন'ও বলা হয়।
উত্তর আমেরিকার অ্যালগনকুইন উপজাতিরা এর নাম দিয়েছে স্ট্রবেরি মুন। কারণ এটাই উত্তর আমেরিকায় স্ট্রবেরি ফল তোলার সময়। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির অ্যাস্ট্রোফিজিসিস্ট জ্যাকি ফাহার্টি জানালেন, অনেকেই ভাবেন, স্ট্রবেরি মুন মানে হয় তো এই চাঁদের রঙ গোলাপী বা লাল হবে। কিন্তু আসলে এমনটা কিছুই নয়। এই সময় স্ট্রবেরি ফল তোলার মরসুম শুরু হয়। সেই কারণেই একে স্ট্রবেরি মুন বলা হয়।
চাঁদের বিভিন্ন রঙ কেন হয়?বায়ুমণ্ডলে কোন ধরনের রাসায়নিক পদার্থ বেশি আছে তার উপরে চাঁদের রঙ নির্ভর করে। সূর্যের আলো এবং বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস এবং রাসায়নিকের কারণে ধূসর রঙের চাঁদের বিভিন্ন রঙ দেখা যায়।
সূর্যের আলো, পৃথিবী এবং চাঁদের মধ্যে সম্পর্ক:
পূর্ণিমা এবং রঙের প্রভাব:
অন্যান্য কারণ:
চাঁদ আসলে গোলাপি রঙের নয়। বরং, পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সূর্যের আলোর মিথস্ক্রিয়া এই অস্বাভাবিক রঙের প্রভাব সৃষ্টি করে। পূর্ণিমা এবং চাঁদের ক্ষেত্রজের অবস্থান এই প্রভাবকে আরও তীব্র করে তোলে।
নাসার বিজ্ঞানী আন্দ্রেয়া জোনস বলেন, চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথ থেকে পাঁচ ডিগ্রি আলাদা। তাই এটি সর্বদা পৃথিবীর ছায়ার সামান্য উপরে বা নীচে থাকে। এই কারণে, সূর্যের আলো চাঁদের নিকটতম অংশকে আলোকিত করে। অর্থাৎ যে অংশ পৃথিবীর দিকে থাকে।
এপ্রিল পূর্ণিমা বা গোলাপী চাঁদের বিভিন্ন দেশে বিভিন্ন নাম রয়েছে। যেমন- নতুন ঘাসের চাঁদ, ডিমের চাঁদ, মাছের চাঁদ ইত্যাদি। ইহুদিরা একে পেসাচ বা পাসওভার মুনও বলে। খ্রিস্টানরা একে পাসকাল চাঁদ বলেন। এই চাঁদের উদয় হওয়ার পরই ইস্টারের তারিখ নির্ধারণ করা হয়।
মধুচন্দ্রিমার সঙ্গেও একটা সংযোগ আছে
এই চাঁদের সঙ্গে মধুচন্দ্রিমারও সম্পর্ক রয়েছে। 'হানিমুন' শব্দটি ১৫০০-র শতক থেকে ব্যবহৃত হচ্ছে। আসলে এই সময়ে, বিশ্বের অনেক দেশে বিয়ে হয়। বিয়ের পর মানুষ সাধারণত হানিমুনে কোথাও যায়। এই চাঁদ থেকেই নামটি এসেছে।