Suddenly Account Credited By 6 Crore: এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকা ছয় কোটি টাকার বেশি ঢুকে পড়ে। এত বড় টাকা পেয়ে খুশিতে লাফালাফি শুরু করেন ওই ব্যক্তি এবং যথেচ্ছা টাকা খরচ করতে শুরু করে দেন। এই পয়সা এক ব্যক্তি ভুল করে তার একাউন্টে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ব্যক্তি এই বিষয়টি ব্যাঙ্ককে জানাননি অর্থ প্রাপক। যদিও পড়ে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও কোর্টে ওই ব্যক্তি প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এখন ডিসেম্বরে তাঁকে সাজা শোনানো হবে।
আরও পড়ুনঃ কার্তিক মাসের এই দিনে পুজো করলে আর কোনও পুজো করতে হয় না
ভুল করে টাকা ঢুকে গিয়েছে
আসলে এক ব্যক্তি নতুন ঘর কিনেছিল এবং তারই পেমেন্ট করার জন্য তারা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গিয়েছিল। কিন্তু ব্যাঙ্ক ডিটেল ভুল থাকার কারণে ওই টাকা অন্য একাউন্টে ঢুকে যায়। ওই ব্যক্তির নাম আব্দুল গাদিয়া। ২৪ বছর বয়সী আব্দুল অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা এবং পেশায় একজন রেপার। গত বুধবার সিডনি কোর্টে তাঁকে পেশ করা হয় এবং সেখানে তাকে ফ্রড কেসে মামলায় দোষী সাব্যস্ত করা হয়।
অ্যাকাউন্টে ৬ কোটি টাকা যেতেই খরচ করতে শুরু করেন ওই ব্যক্তি
কোর্টে শুনানির সময়ে বলা হয় যে এক ব্যক্তি ঘর কেনার জন্য শেষ প্রক্রিয়া হিসেবে কমনওয়েলথ ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করতে শুরু করেন। কিন্তু ভুল করে ওই ৬ কোটি ১৪ লাখ টাকা আব্দুল গাদিয়ার একাউন্টে পৌঁছে যায়। আব্দুল কাউকে কিছু না বলে ওই পয়সা খরচ করতে শুরু করে।
আরও পড়ুনঃমহম্মদের জন্মেরও আগের প্রাচীন গির্জার হদিশ আরবে
আব্দুল পুলিশকে জানায়
যে যখন সে ঘুম থেকে উঠে দেখে যে, তার একাউন্টে এত টাকা ঢুকে গেছে, যার পরে তিনি আলাদা আলাদা জায়গায় প্রায় পাঁচ কোটি টাকার সোনা কিনে ফেলেন। এরপরে ৯০ হাজার টাকার শপিং করেন। এরপরে যে টাকা বেঁচে ছিল, এটিএম থেকে বের করে নেন। সব মিলিয়ে আব্দুল সমস্ত পয়সাই খরচ করে ফেলেছেন। যদিও এখন তিনি ধরা পড়েছেন এবং তার ডিসেম্বরে তাঁর সাজা শোনানো হবে।