একটি খাট। সেখানে বসে তিনজন। তাঁদের সঙ্গে লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। ছবিতে বেশ খোলামেলা পোশাকেই দেখা গেছে লেখিকাকে। সেই ছবি নিয়ে এর আগে অনেক কটূক্তি ধেয়ে এসেছিল লেখিকাকে উদ্দেশ্য করে। তসলিমা নাসরিনের অভিযোগ, তিনি গ্রুপ সেক্স করছেন, এমন মন্তব্যও করেছিলেন কেউ কেউ। তবে সেই অভিযোগ কি আদৌ সত্য ? তা নিয়ে বিবৃতি জারি করলেন লেখিকা।
সোমবার ফেসবুকে সেই বহুল চর্চিত ছবিটি নিজেই পোস্ট করেছেন লেখিকা। লিখেছেন, অনেকে প্রমাণ করার চেষ্টা করেছেন, এটা গ্রুপ সেক্সের ছবি। তসলিমার কথায়, 'ছবিটি যত্রতত্র পোস্ট করে বলছে এখানে গ্রুপ সেক্স হচ্ছে। আমি শুধরে দিয়ে বলেছি, এটি গ্রুপ সেক্সের দৃশ্য নয়। কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করে না যে এটি গ্রুপ সেক্সের দৃশ্য নয়। আমি বলেছি দুটো ছেলে আর দুটো মেয়ের ঘরোয়া আড্ডার দৃশ্য এটি। কিন্তু তারা তাও বিশ্বাস করে না। তাদের দৃঢ় বিশ্বাস আমি তিনটে পুরুষের সঙ্গে সেক্স করছি।'
তাহলে সেদিন তিনি কী করছিলেন, তার জবাবও দিয়েছেন লেখিকা। তিনি লিখেছেন, 'আমার পোস্টের মন্তব্য কলাম যাঁরা দেখেন, তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ছবিটি। আমিই কোনো এক সময় ছবিটি ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবিটির সামনের দিকে আছেন কবি সুমিতাভ ঘোষাল এবং শিল্পী বিপ্লব মন্ডল, বিপ্লব মন্ডল ধরে আছেন সুমিতাভ ঘোষালের হাত, পেছনে আমি এবং এককালের ভলিবল প্লেয়ার উস্রি মজুমদার। উস্রি পেছন থেকে আমাকে আলতো করে ধরে রেখেছে। বিপ্লব সারা সকাল আর সারা দুপুর ছবি এঁকেছে ক্যানভাসে। আমরা ওঁর আঁকা দেখে মুগ্ধ হয়েছি, এবং চা বিরতির সময় কবিতা আর ছবি নিয়ে আলোচনা করার মাঝখানে এই ছবিটি তোলা হয়।'
এরপরই আক্রমণকারীদের একহাত নেন তসলিমা। তিনি সপাটে জবাব দেন। বলেন, 'মূর্খ লোকগুলো দিন রাত পর্ন সিনেমা দেখছে। তারপরও তারা পর্নের দৃশ্য আর আড্ডার দৃশ্য আলাদা করতে পারে না। আসলে কোনও মেয়ের সঙ্গে কোনও পুরুষ দেখলেই তাদের মনে হয় এরা সেক্স করছে, অথবা মাত্র সেক্স করে উঠেছে, অথবা সেক্স করতে যাবে। সেক্স ছাড়া এদের মস্তিস্কের কোষে অন্য কোনও বার্তা ঢোকে না।'
তসলিমা এই পোস্ট করলেও তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। একদল তসলিমার পাশে দাঁড়িয়েছেন। যাঁরা সেই ছবি লক্ষ্য করে কুকথা বলেছেন তাঁরা বিকৃত মস্তিষ্ক-এমনটাই দাবি তসলিমা অনুরাগীদের। তবে তসলিমা বিরোধীদের কেউ কেউ লিখেছেন, 'প্রকাশ্যে এমন ছবি যিনি দিতে পারেন, তাঁর কাছ থেকে ভালো কিছু আশা করা মুর্খামি।'