Mamata Banerjee Treadmill Workout: ট্রেডমিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে 'অনুপ্রেরণা' সঙ্গীও, রইল VIDEO

দিনভর ব্যস্ততার মাঝে হেঁটে নিজের ফিটনেস ধরে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে হাঁটায় পাল্লা দিতে গিয়ে অনেকেই হাঁফিয়ে ওঠেন।

Advertisement
ট্রেডমিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে 'অনুপ্রেরণা' সঙ্গীও, রইল VIDEO Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • রবিবার ট্রেডমিলে হাঁটলেন মমতা।
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি কুকুর ছানা।

প্রতিদিন নিয়ম থেকে ২২ কিলোমিটার হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর ব্যস্ততার মাঝে হেঁটে নিজের ফিটনেস ধরে রাখেন। তাঁর সঙ্গে হাঁটায় পাল্লা দিতে গিয়ে অনেকেই হাঁফিয়ে ওঠেন। রবিবার, ছুটির দিনেও প্রতিদিনের হাঁটার রুটিনে ব্যত্য়য় হয়নি। তবে ট্রেডমিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গেল এক সঙ্গীকে। সেই ভিডিও তিনি শেয়ার করেছেন নেট মাধ্যমে। 

 রবিবার নেট মাধ্যমে ট্রেডমিলে হাঁটার ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি কুকুর ছানা। সেই কুকুর ছানা হাতে নিয়েই ট্রেডমিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। বাধ্য শিশুর মতো রয়েছে সেই ছানাটি। ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,'কখনও কখনও অতিরিক্ত অনুপ্রেরণা দরকার।' সেই সঙ্গে কুকুরের একটি ইমোজি। 

প্রতিদিনই ট্রেডমিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুঘণ্টা এটাই তাঁর রুটিন। হাঁটার সঙ্গে জরুরি কাজকর্মও সেরে নেন। ইন্ডিয়া টুডে-র কনক্লেভে মমতা বলেছিলেন,'ট্রেডমিলে ১২ কিলোমিটার হাঁটতে অন্তত ২ ঘণ্টা সময় লাগে। ৭টা থেকে ৯টা পর্যন্ত করি। ট্রেড মিলে হাঁটতে হাঁটতে কাজও করি। খবরের কাগজ পড়ি, মেসেজ করি, ফোনে কথাও বলে নিই, ভেবেও নিই। ট্রেড মিলে হাঁটতে হাঁটতে বাজেটও করেছি। ১২ কিলোমিটার ট্রেড মিল করি। বাকি ১০-১২ কিলোমিটার হাঁটি।' 

আরও পড়ুন- কঠিন ডায়েট-জিম ছাড়া কমান ওজন, জাস্ট মেনে চলুন এই ৫ সহজ টিপস

কীভাবে বাজেট তৈরি করলেন? তার উত্তরে মমতা বলেছিলেন,'ট্রেড মিলে আইডিয়া আসে। এটা ভিশন। চলতে চলতে আমার ব্রেনও চলে।'

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে অসুস্থ হয়ে পড়ায় বাজেট পেশ করতে পারেননি তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই সময় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement