প্রসব বেদনার যন্ত্রণা হাড় ভাঙার থেকেও বেশি কষ্টকর। প্রত্যেক মা অসহনীয় এই যন্ত্রণা সহ্য করে থাকেন। কিন্তু সেই সময় যদি পাশে থাকেন এক সত্যিকারের সঙ্গী, যিনি কষ্টের মধ্যেও এনে দেন হাসি, সেই মুহূর্ত হয়ে ওঠে জীবনের অমূল্য স্মৃতি। এবার তেমনই এক হৃদয়ছোঁয়া ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রসববেদনায় কাতর স্ত্রীর মুখে হাসি ফোটাতে হাসপাতালের ঘরে নাচছেন স্বামী। নানারকম ডান্স মুভস করে স্ত্রীর মন ভাল রাখার চেষ্টা করছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহূর্ত
এই ভিডিওটি প্রথমে শেয়ার করেছিলেন রাজেশ রাজন নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। প্রায় এক বছর আগে পোস্ট হলেও তখন তেমন সাড়া মেলেনি। কিন্তু এবার ফের সামনে আসতেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রসবকক্ষের বিছানায় শুয়ে আছেন স্ত্রী। তার সামনে মজার সব নাচের ভঙ্গি করছেন স্বামী। কখনও মজার মুখভঙ্গি করছেন, কখনও অদ্ভুত সব স্টেপ নাচছেন,শুধুমাত্র স্ত্রীর মন হালকা করার জন্য।
হাসি ফিরল স্ত্রীর মুখে
শুধু নাচ নয়, মাঝেমধ্যে স্ত্রীর কপালে চুমুও রাখছেন তিনি। অবশেষে তাঁর চেষ্টার ফল মিলেছে। যন্ত্রণার মধ্যেও স্ত্রীর মুখে ফুটে উঠেছে এক ঝলক হাসি। উপস্থিতরা বলছেন, এটাই আসল ভালোবাসার উদাহরণ।
ভিডিওর ক্যাপশন
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল 'লেবার রুমে মজার মুহূর্ত, টেনশন ছাড়া বিনোদন।' অর্থাৎ প্রসবের কঠিন সময়টিকেও হালকা করে তুলতে চেয়েছেন তিনি।