Viral Video: বাঁদরের মাস্ক পরার এই ভিডিও বিশ্বজুড়ে এখন ভাইরাল

প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাপম্যান এই ভিডিওটি মাক্রোব্লগিং সাইটে আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্টো বাঁদর ছানা রাস্তার ধারে ফেলে রাখা মাস্ক তুলে মুখে পড়ার চেষ্টা করে যাচ্ছে।

Advertisement
বাঁদরের মাস্ক পরার এই ভিডিও এখন ভাইরালবাঁদরের বাঁদরামি
হাইলাইটস
  • প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাপম্যান এই ভিডিওটি মাক্রোব্লগিং সাইটে আপলোড করেছেন
  • তারপরই সেটি ভাইরাল হয়ে যায়
  • অনেকেই সেখানে কমেন্ট করতে থাকেন যে বাঁদর পারলে মানুষ কেন পারে না

কথায় বলে বাঁদরের বাঁদরামী। আর সেই বাঁদরামী যে কতো রকমের হতে পারে তার নিদর্শন বহু ক্ষেত্রেই রয়েছে। কিন্তু এবার তো বিষয়টা সম্পূর্ণ অন্যরকম। কোভিড পরিস্থিতিতে একটি ভিডিওকে কেন্দ্র করে এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। দেখা যাচ্ছে, একটি বাঁদর ফেস মাস্ক পড়ার চেষ্টা করছে যা সে রাস্তার ধার থেকে কুড়িয়ে পেয়েছে। ঠিক যেন মানুষের মতো করেই পড়ার চেষ্টা করছে। আর এই ভিডিওটি সামনে আসতেই রীতিমতো তা এখন ভাইরাল।

 

প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাপম্যান এই ভিডিওটি মাক্রোব্লগিং সাইটে আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্টো বাঁদর ছানা রাস্তার ধারে ফেলে রাখা মাস্ক তুলে মুখে পড়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু, সমস্যার বিষয়, মাস্কটি বারবারই সে উল্টো পড়ছে। আর তাতেই হেসে কুটিপাটি নেটিজেনরা। 

২৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, মানুষদের নকল করে ফেস মাস্কটি পড়ার চেষ্টা করলেও, বারবার অকৃতকার্য হচ্ছে বাদর ছানাটি। কখনও তা তার আস্ত মুখটাই ঢেকে দিচ্ছে তো কখনও আবার চোখ ঢেকে যাচ্ছে। হাজার চেষ্টা করেও কোনও ভাবেই সফল হয়নি বাঁদরটি। শেষে কার্যত বিরক্ত হয়ে সে চলে যায় সেখান থেকে। 

POST A COMMENT
Advertisement