
মঞ্চে গান গাইছেন বিরাট কোহলি (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)বিরাট কোহলির (Virat Kohli) ঝোড়ো ব্যাটিংয়ের ভক্ত তো অনেকেই। বিরাটের হয়ে গলা ফাটাতেও প্রস্তুত তাঁর ভক্তরা। কিন্তু এটা কি জানেন, ক্রিকেট খেলার পাশাপাশি গানও গাইতে পারেন ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি ২০১৬ সালের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে বিরাট কোহলিকে তাজমহল ছবিতে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) বিখ্যাত গান 'জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা' গাইতে শোনা যাচ্ছে।
২০১৬ সালে এশিয়া কাপ (Asia Cup 2016) টুর্নামেন্টের জন্য বাংলাদেশ গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সময় ভারতীয় হাই কমিশন দ্বার আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন বিরাট কোহলি। সেই অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যাচ্ছে বিরাটকে। মঞ্চে গান করেন তিনি।

পুরনো এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল (Viral Video) হয়েছে। ইতিমধ্যেই বহু ইউজার দেখে ফেলেছেন ভিডিওটি। সেটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। বিরাটের গান যে নেটিজেনদের পছন্দ হয়েছে তা তাঁদের কমেন্টেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন - গোটা শরীরে এই কাজটি করেই ৭টি চাকরি পেলেন যুবক, জানুন