চায়ে চুমুক দিতেই ঠোঁট অবশ, বেঁকে গেল মুখ, সদ্য মা হওয়া তরুণী শেয়ার করলেন ভয়ঙ্কর অভিজ্ঞতা

চায়ের কাপে চুমুক দিতেই তরুণীর মুখ বেঁকে যায়। ঠোঁট সম্পূর্ণ অবশ হয়ে যায়। এই ঘটনা নিজের টিকটক থেকে শেয়ার করেন স্কটিশ তরুণী। জানান, সদ্য মা হয়েছিলেন তিনি।

Advertisement
চায়ে চুমুক দিতেই ঠোঁট অবশ, বেঁকে গেল মুখ, সদ্য মা হওয়া তরুণী শেয়ার করলেন ভয়ঙ্কর অভিজ্ঞতাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • চায়ের কাপে চুমুক দিতেই ঠোঁট অবশ
  • মুখ বেঁকে গেল সদ্য মা হওয়া তরুণীর
  • কীভাবে এমনটা ঘটল?

এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন স্কটিশ তরুণী। মেয়ে জন্ম দেওয়ার কয়েক সপ্তাহ পর এক কাপ চা পান করতেই শিউরে ওঠার মতো এক ঘটনা ঘটে করিনা হোয়াইট নামে ওই তরুণীর সঙ্গে। অসাড় হয়ে যায় তাঁর মুখ। ঠোঁট, চোখের পাতা এবং মুখের কোনও মাংসপেশীই নাড়াতে পারছিলেন না ওই মহিলা। কেন এমন ঘটনা ঘটল করিনার সঙ্গে? 

বছর মাত্র ৩০। গত ৮ অগাস্ট করিনা হোয়াইট ম্যাকেঞ্জি নামে কন্যাসন্তানের জন্ম দেন। প্রসবের ১০ দিন পর চা পান করেন তিনি। কিন্তু চা খাওয়ার সময়ে এক অদ্ভূত অভিজ্ঞতা হয় তাঁর। তিনি অনুভব করেন, তাঁর ঠোঁট অসাড় হয়ে যাচ্ছে। মুখে বাঁ দিকটা ক্রমশই ঝুলে পড়ছে। 

করিনা হোয়াইট ভেবেছিলেন, তাঁর অ্যালার্জি কিংবা স্ট্রোক হয়েছে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর বেরিয়ে আসে সত্য়িটা। হাসপাতালে পৌঁছনোর পর অ্যালার্জি এবং স্ট্রোকের সম্ভাবনা উড়িয়ে দেন চিকিৎসকরা। জানা যায়, তাঁর 'ওয়েলস পালসি' রোগ হয়েছে। 

'ওয়েলস পালসি' এমন এক অবস্থা, যা সাময়িক দুর্বলতা বা নড়াচড়া করার ক্ষমতা কেড়ে নেয়। সাধারণত মুখের একপাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এই রোগে আক্রান্তদের। এই সমস্যা থেকে বের করতে করিনাকে চিকিৎসকরা ৫ দিনের স্টেরয়েড দেন। 

কোনও তরল পানীয় খাওয়ার সময়ে মুখ থেকে তা বেরিয়ে যেত করিনার। তার জন্য ঠোঁট চেপে রাখতে হতো। এমনকী ঘুমানোর সময়ে তাঁর বাঁ চোখে টেপ লাগিয়ে দেওয়া হয় তারণ করিনার চোখের পাতা বন্ধ হচ্ছিল না। 

করিনা বলেন, 'প্রসবের পর এমন ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। সোফায় বসে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলাম। সে সময়ে আচমকা ঠোঁটের কোন অবশ হতে শুরু করল। আমি ভেবেছিলাম অ্যালার্জি হয়েছে। এক ঘণ্টার মধ্যে আমার মুখে অর্ধেকাংশ ঝুলে পড়েছিল। মনে হল স্ট্রোক হয়েছে। আমি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছিলাম। আমার আত্মবিশ্বাসের সমস্যা হচ্ছিল এবং আমার শরীর আবার সুস্থ হবে তা ভাবিনি। আমার মুখের অর্ধেক অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল।'

Advertisement

টিকটকে নিজের পক্ষাঘাতগ্রস্ত মুখের ফটো পোস্ট করেছিলেন করিনা হোয়াইট। সেখানে তিনি বলেছিলেন, 'দু'সপ্তাহ ধরে ব্যাথায় কাতরাচ্ছিলাম আমি। মনে হচ্ছিল আমায় পিষে ফেলা হচ্ছে। কিন্তু এখন আর আমার ব্যথা নেই। তবে মুখ থেকে জল বেরিয়ে যায়। ঠোঁট চেপে রাখতে হয়। কথা বলার সময়ে তোতলাতে থাকি। আমি স্পষ্ট ভাবে শব্দ উচ্চারণ করতে পারি না।'

করিনার এই অভিজ্ঞতা শুনে চমকে উঠেছেন নেটিজেনরা। 

 

POST A COMMENT
Advertisement