প্যারাগ্লাইডিংয়ে এবার Viral মহিলার কীর্তি! 'ল্যান্ড করা দে' মনে আছে?

সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত বহুবার দেখা হয়েছে ভিডিওটি। সেটি দেখে বিভিন্ন কমেন্টও করেছে নেটিজেনরা। কোনও কোনও ইউজার আবার নিজেদের প্যারাগ্লাইডিং-এর অভিজ্ঞতাও শেয়ার করেছেন। 

Advertisement
প্যারাগ্লাইডিংয়ে এবার Viral মহিলার কীর্তি! 'ল্যান্ড করা দে' মনে আছে?প্যারাগ্লাইডিং-এর স্ক্রিন শট (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • প্যারাগ্লাইডিং করতে গিয়ে আতঙ্কিত মহিলা
  • ইনস্ট্রাক্টরকে দ্রুত অবতরণের আবেদন
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

অনেকেই প্যারাগ্লাইডিং (Paragliding) করতে চান। কিন্তু কয়েকজনকে দেখা যায় আকাশে ওড়ার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এবং ইন্সট্রাক্টরের কাছে অবতরণ করানোর আবেদন জানাচ্ছেন। কয়েকবছর আগে এই ধরনের একটি ভিডিও ভাইরালও (Viral Video) হয়েছিল। 'ল্যান্ড করা দে' নামে ভাইরাল হয়েছিল সেটি। এবার তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওটি (Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইএএস ড. এম ভি রাও। সেই ভিডিওতে ইনস্ট্রাক্টরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে দেখা যাচ্ছে এক মহিলাকে। তাঁর অত্যন্ত ভয় লাগছে বলে ইনস্ট্রাক্টরকে জানাচ্ছেন তিনি। পালটা ভয় কাটানোর জন্য ওই মহিলাকে উৎসাহ দিচ্ছেন ইনস্ট্রাক্টর। 

সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত বহুবার দেখা হয়েছে ভিডিওটি। সেটি দেখে বিভিন্ন কমেন্টও করেছে নেটিজেনরা। কোনও কোনও ইউজার আবার নিজেদের প্যারাগ্লাইডিং-এর অভিজ্ঞতাও শেয়ার করেছেন। 


 

POST A COMMENT
Advertisement