Howrah Bridge-এ 'মানিকে মাগে হিতে'-র সঙ্গে নাচ যুবক-যুবতীর, ভিডিও Viral

হাওড়া ব্রিজের (Howrah Bridge) ফুটপাথে মানিকে মাগে হিতের সঙ্গে নাচতে দেখা গেল এক যুবক ও যুবতীকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হল ভাইরাল। ভিডিওটি দেখে বিভিন্ন কমেন্টও করেছন নেটিজেনরা। 

Advertisement
Howrah Bridge-এ 'মানিকে মাগে হিতে'-র সঙ্গে নাচ যুবক-যুবতীর, ভিডিও Viralভিডিওর স্ক্রিনশট (ছবি-সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • মানিকে মাগে হিতের সঙ্গে নাচ
  • হাওড়া সেতুতে নাচলেন যুবক-যুবতী
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

মানিকে মাগে হিতে (Manike Mage Hithe) শোনেননি, এমন সোশ্যাল মিডিয়া ইউজার এখন বোধ হয় পাওয়া ভার। শ্রীলঙ্কার সঙ্গীত শিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভার গাওয়া এই গান এখন সবার মুখে মুখে। এই গান তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। আবার ইয়োহানির এই গান গেয়ে বা তাতে নাচ করেও অনেকে ভাইরাল হয়েছেন। 

এবার তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। হাওড়া ব্রিজের (Howrah Bridge) ফুটপাথে মানিকে মাগে হিতের সঙ্গে নাচতে দেখা গেল এক যুবক ও যুবতীকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হল ভাইরাল। ভিডিওটি দেখে বিভিন্ন কমেন্টও করেছন নেটিজেনরা। 

তবে এটাই প্রথম নয়, এর আগে এক গর্ভবতী মহিলা ও এক শাড়ি পরিহিতা মহিলাকেও এই গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। আর এবার, হাওড়া ব্রিজে নাচলেন যুবক যুবতী। 

 

POST A COMMENT
Advertisement