এক পুলিশ অফিসারের বাড়িতে এক কোমর জল ঢুকে গিয়েছে। তিনি মনে করছেন স্বয়ং মা গঙ্গা তাঁর বাড়িতে এসেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের ওই পুলিশ অফিসার আসলে প্রয়াগরাজের সাব ইনস্পেক্টর চন্দ্রদীপ নিশাদ। প্রবল বর্ষার ফলে গোটা এলাকায় বানভাসি অবস্থা। তাতে তাঁর এলাকাও জলমগ্ন
A police officer's house flooded in Uttar Pradesh prayer in ganga