Advertisement

Chandigarh Lottery Win: একেই বলে ভাগ্য, সবজি বিক্রেতা লটারি কেটে রাতারাতি 11 কোটির মালিক!

কথায় বলে ভগবান যখন দেন তখন উজার করে দেন। কখন কীভাবে যে কার ভাগ্য বদলে যাবে তা কেউ বলতে পারে না। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা বলব। এক সবজি বিক্রেতা তাঁর বন্ধুর কাছ থেকে ধার করা টাকা দিয়ে দুটি লটারির টিকিট কিনেছিলেন। পরে, তিনি একটি লটারির টিকিটে ১১ কোটি টাকা এবং দ্বিতীয়টিতে ১,০০০ টাকা জেতেন। সবজি বিক্রেতা আর্থিকভাবে এতটাই দুর্বল ছিলেন যে লটারির টিকিট কেনার সামর্থ্য ছিল না তাঁর। তবে, ১১ কোটি টাকার লটারি জেতার পর, তিনি বলেন যে তিনি তাঁর বন্ধুর মেয়েদের ১ কোটি টাকা দেবেন।

A vegetable seller wins 11 crore lottery prize

Advertisement