ব্যাঙ্গালোর থেকে আসাম ফেরার পথে ট্রেনের মধ্যেই এক মহিলা সন্তান প্রসব করেন। ঘটনাটি জানার পর রেল পুলিশের দ্রুত কার্যক্রমে ট্রেন বেলদা স্টেশনে থামানো হয় এবং মা ও নবজাতককে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়। এই ঘটনা শুক্রবার সকালে ঘটে, যা এলাকায় তীব্র শোরগোল সৃষ্টি করে। সময়মতো রেল পুলিশের সাহায্যে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। এটি এক দৃষ্টান্তমূলক ঘটনা যা মানুষের মানবতার উদাহরণ।
A woman gave birth on the train between Bangalore and Assam