Advertisement

Indian Railways: পুরো থ্রি ইডিয়টস! প্রসব যন্ত্রণা উঠতেই চলন্ত ট্রেন যেন হয়ে গেল হাসপাতাল!

ব্যাঙ্গালোর থেকে আসাম ফেরার পথে ট্রেনের মধ্যেই এক মহিলা সন্তান প্রসব করেন। ঘটনাটি জানার পর রেল পুলিশের দ্রুত কার্যক্রমে ট্রেন বেলদা স্টেশনে থামানো হয় এবং মা ও নবজাতককে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়। এই ঘটনা শুক্রবার সকালে ঘটে, যা এলাকায় তীব্র শোরগোল সৃষ্টি করে। সময়মতো রেল পুলিশের সাহায্যে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। এটি এক দৃষ্টান্তমূলক ঘটনা যা মানুষের মানবতার উদাহরণ।

A woman gave birth on the train between Bangalore and Assam

Advertisement