'জল দাও। সুগার ফল করেছে। একটা মিষ্টি কিছু দাও। একটা লজেন্স দাও আমার গাড়িতে আছে। এখানে অ্যাম্বুল্যান্স আছে? ব্যবস্থা করো'। বহরমপুরের সভায় আচমকা এক কর্মী অসুস্থ হওয়ায় নিজেই চিকিৎসার ব্যবস্থা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।