scorecardresearch
 

Ant Secrete Milk: পিঁপড়েরা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়, জানেন কী? গবেষণা দাবি

Ant Secrete Milk: পিঁপড়েরা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়, জানেন কী? গবেষণা দাবি

শিশুদের সুস্থ ভাবে বেড়ে উঠতে দুধ খাওয়া প্রয়োজন বলে মনে করা হয়। তবে জানলে অবাক হবেন হয়তো, পিঁপড়েরাও তাদের বাচ্চাদের দুধ খাইয়ে বড় করে। আর শুধু বাচ্চারাই নয়, বড়রাও প্রয়োজনে (সুস্থ থাকতে) এই বিশেষ দুধ খেয়ে থাকে। এটি পিঁপড়ের প্রিয় পানীয়। এটি এক ধরনের 'দুধ' যা পুষ্টিতে পূর্ণ, যা তরুণ পিঁপড়ে থেকে বের হয়। নতুন শিশু থেকে প্রাপ্তবয়স্ক, পুরো দল এই দুধ পান করে। গবেষকরা এই দুধের নাম দিয়েছেন সোশ্যাল ফ্লুইড।

Ant Secrete Milk