Advertisement

Baby Born Twice: পুরো মিরাকল!জন্ম নিয়ে মায়ের গর্ভে গিয়ে 2 ঘণ্টা পরে ফের জন্ম সদ্যোজাতর

মাতৃগর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হয় পৃথিবীতে। পৃথিবীর প্রথম আলো দেখে সে। কিন্তু ব্রিটেনে এই ঘটনার ব্যতিক্রম হয়েছে। কারণ একই শিশু দ্বিতীয়বার জন্ম নিয়েছে সেখানে। প্রথমবার জন্ম নেওয়ার পর ফের মায়ের গর্ভে ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে। এরপর দুঘণ্টা পর ফের ভমিষ্ঠ হয় সদ্যোজাতটি। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাটি বিরলতম। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Baby born twice in Britain

Advertisement