scorecardresearch
 
Advertisement

VIDEO: লতা'র গান গেয়ে তাক লাগাচ্ছেন চাকদার চা-বিক্রেতা মহিলা, ভাইরাল

VIDEO: লতা'র গান গেয়ে তাক লাগাচ্ছেন চাকদার চা-বিক্রেতা মহিলা, ভাইরাল

নদীয়ার রানাঘাটের পর এবার চাকদহের বিপাশা দেবীর সুরেলা কণ্ঠ , নেট দুনিয়ায় ভাইরাল তার গান। স্বামীর তেমন উপার্জন নেই, সংসার খরচ জোগানো বলতে একমাত্র চায়ের দোকান, তাও লকডাউনে বন্ধ। বর্ষায় ভাঙ্গা টালির চাল চুঁইয়ে জল পড়ে ঘরে। কোনদিনই গান শেখেননি বিপাশা দাস। তবে ঈশ্বর প্রদত্ত সুরেলা কন্ঠে, যখন গুনগুনিয়ে ওঠেন তখন অনেকেরই হৃদয় বিচলিত হয়। সংসারের হাল ধরতে চায়ের কেটলি হাতে তুলে দিয়েছেন চাকদহ বিপাশা দেবী। তবে নিজের প্রতিভাকে লুকিয়ে রাখতে নারাজ তিনি। প্রতিবেশীরাও আশাবাদী, তার কণ্ঠস্বর একদিন শুনবে সারা ভারতবর্ষ। এর আগেও রানাঘাট প্ল্যাটফর্মে বাস করা রানু মন্ডল, সোশ্যাল মিডিয়ার জোরে পৌঁছেছিল টলিউড থেকে বলিউডে।

Advertisement