ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। এবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীর যোগসূত্র খুঁজতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। এদিন রামনগর বাজারের একটি সভা থেকে তিনি বলেন, “১৯৪২ সালে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন ‘করেঙ্গে ইয়া, মরেঙ্গে’। তার পাঁচ বছর বাদে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। এদিকে ২০০৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করেঙ্গে ইয়া, মরেঙ্গে। আর তার ঠিক পাঁচ বছর বাদে ২০১১ সালের বামফ্রন্টকে হটিয়ে রাজ্যে সরকার প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীজীর আন্দোলনের যোগসূত্র রয়েছে।”