বেঙ্গালুরুতে এক ব্যক্তি ফ্লাইওভারে উঠে টাকা ছুড়ছে নিচে। এরফলে লোকজন ভিড় করে টাকা নিতে থাকে। এরফলে যানবাহন স্তব্ধ হয়ে যায়। বেশ কয়েকজন এর ভিডিও তোলে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কোট এবং ট্রাউজার পরে গলায় দেওয়াল ঘড়ি ঝুলিয়ে ফ্লাইওভার থেকে টাকা উড়িয়ে দিচ্ছে। টাকাগুলি সব ১০ টাকার নোট। তিনি প্রায় তিন হাজার টাকার নোট উড়িয়েছেন বলে জানা গেছে। পুলিশ পৌঁছলে ওই ব্যক্তি পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করেছ পুলিশ।
Bengaluru well dressed man went about throwing cash From Flyover