জঙ্গল ছেড়ে লোকালয়ে আস্ত ভাল্লুক। ঘটনা হিমাচল প্রদেশের। সেখানকার জঙ্গল সংলগ্ন চাম্বার গ্রামের একটি বাড়িতে ভাল্লুক ঢুকে পড়ে। রীতিমতো লোহার জাল ভেঙে বাড়ির উঠোনে ঢুকে পড়ে সেই ভাল্লুক। তারপর ঘর থেকে খাবার-দাবার চুরি করে ফিরে যায়। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।