Advertisement

Blue Whale: অন্ধ্রের সি বিচে হঠাত্‍ দৈত্যাকার নীল তিমি, দেখুন

নীল তিমি বিশ্বে বিরল সামদ্রিক প্রাণীগুলির মধ্যে অন্যতম। এহেন নীল তিমি উঠে এল ভারতের সমুদ্র সৈকতে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের সমুদ্রতটে উঠে এল একটি নীল তিমি। শিশু নীল তিমি হলেও, এটি দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট। ওজন ৫ টন। শ্রীকাকুলামের মেঘাবরম সৈকতে এই নীল তিমি দেখতে ব্যাপক ভিড় স্থানীয়দের। সেলফি তোলার হিড়িক।

Advertisement
POST A COMMENT