টাকার বৃষ্টি। রাস্তায় উড়ে এসে পড়ছে পাঁচশো টাকার নোট। আর সেই টাকা কুড়োতে যাকে বলে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সেটাই স্বাভাবিক। রাস্তার মধ্যে যদি এভাবে পরপর পাঁচশো টাকার নোট এসে পড়ে, তাহলে তো পথচলতি মানুষ কুড়োবেনই। আর যখন এই অবস্থা চলছে তখন ওই রাস্তায় সৃষ্টি হয় যানজটেরও। তবে সামনে আসা গাড়ির দিকে তখন হুঁশ নেই জনতার। সবাই যাকে বলে এক নাগাড়ে খালি টাকা কুড়োতেই ব্যস্ত। যে যেমন পারে টাকা কুড়িয়ে নিতে চায়। এই টাকা কুড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের কৌশাম্বীতে। জানা গিয়েছে প্রয়াগরাজ কানপুর হাইওয়েতে এই টাকা উড়ে এসে পড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে এই হাইওয়ের ধারে ছিল জয়সওয়াল ধাবা।
Cash raining on the road in Kaushambi Uttar Pradesh