scorecardresearch
 

Viral Video: সুপারমার্কেটে ঢুকে পড়ে তাণ্ডব চালাল বিশাল গোসাপ!

Viral Video: সুপারমার্কেটে ঢুকে পড়ে তাণ্ডব চালাল বিশাল গোসাপ!

এ কী কাণ্ড! দোকানের মধ্যে দেওয়াল বেয়ে উঠছে বিশাল গোসাপ। দোকানের সমস্ত মালপত্র পড়েও যাচ্ছে। তাকে দেখে ভয়ে চিৎকার জুড়ে দিয়েছেন ক্রেতারা। এই ভয়ানক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। যদিও বলে রাখি এই ভিডিও সাম্প্রতিক কালের নয়। 2021 সালের ঘটনা। এমনই এক অভিনব ঘটনার সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার এক সুপারমার্কেটে একটি মস্ত বড় গোসাপ ঢুকে পড়েছে। শুধু তাই নয়, তারপর রীতিমতো ঘুরে ঘুরে দেখেছে সমস্ত মার্কেট। এমনকি যত্ন করে সাজিয়ে রাখা তাক বেয়ে উঠেছে উপরেও। গোসাপের কাণ্ডে তছনছ হয়ে গেছে থরেথরে সাজানো জিনিসপত্র। তাতে অবশ্য বিশেষ মাথা ব্যথা নেই তার। ভিডিওতে দেখে মনে হচ্ছে গোসাপটি লম্বায় অন্তত আট ফুটের কম হবে না। তাক বেয়ে ওঠার সময় গোসাপটির পায়ের ধাক্কায় দুম দাম সমস্ত জিনিস নীচে পড়ে যাচ্ছে। তার বিশাল লেজের দাপটও কম নয়। একেবারে উপরের তাকে উঠে এরপর থামে গোসাপটি। সেখানে বসেই দেখতে থাকে চারপাশ। তার চেরা দুটো জিভ একবার মুখের ভিতরে একবার বাইরে আসা যাওয়া করতে থাকে। ততক্ষণে তাকে দেখে যথারীতি ভয়ে প্রাণ ওষ্ঠাগত সুপারমার্কেটের ক্রেতা-বিক্রেতাদের। এরপরই দোকানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়ে পরে। যা দেখে নেটিজেনরা রীতিমত আঁতকে উঠেছেন।

Giant Lizard in the supermarket.