scorecardresearch
 

Helmet Man: 'উপরে যাওয়ার জায়গা নেই'.. বাইক আরোহীকে বললেন 'হেলমেট ম্যান'

Helmet Man: 'উপরে যাওয়ার জায়গা নেই'.. বাইক আরোহীকে বললেন 'হেলমেট ম্যান'

রাঘবেন্দ্র কুমার নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় 'হেলমেট ম্যান অফ ইন্ডিয়া' নামে বিখ্যাত। রাঘবেন্দ্রের আগেও অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বিনামূল্যে মানুষকে হেলমেট দিতে দেখা গেছে। পথ দুর্ঘটনায় বন্ধুকে হারানোর পর রাঘবেন্দ্র মানুষকে বিনামূল্যে হেলমেট বিতরণের জন্য একটি প্রচার শুরু করেছিলেন। লখনউ এক্সপ্রেসওয়েতে এক বাইক আরোহী বিনা হেলমেটে ১০০ কিমির ওপর স্পিডে গাড়ি চালাচ্ছিল। ওই বাইক আরোহীকে ধরে হেলমেট বিতরণ করেন। ভিডিওতে রাঘবেন্দ্রকেও বলতে দেখা যায়- আমার গাড়ির পিছনে একটি বার্তা লেখা, 'যমরাজ নে ভেজা হ্যায় ... উপরে যাওয়ার জায়গা নেই'।