scorecardresearch
 
Advertisement

Unique Tea Shop: চায়ের সঙ্গে খান কাপও, পরিবেশ রক্ষায় অভাবনীয় উদ্যোগ চার বন্ধুর

Unique Tea Shop: চায়ের সঙ্গে খান কাপও, পরিবেশ রক্ষায় অভাবনীয় উদ্যোগ চার বন্ধুর

গুজরাতের ভদোদরায় চার বন্ধু মিলে একটি চায়ের দোকান খোলেন। যেখানে চা খেয়ে কাপ ফেলে দেওয়া হয় না, খেয়ে ফেলা হয়। লভকুশ, বিকাশ, শঙ্কর ও সুরজ এই চার বন্ধু মিলে একটি চায়ের দোকান খোলেন। তারা পরিবেশ রক্ষার জন্য নতুন কিছু করার কথা ভাবেন। তখনই তারা এই বিস্কুটের কাপের কথা শোনেন। কাপটি আটা দিয়ে তৈরি। এই কাপে চকোলেটের ফ্লেবার দিয়ে চা দেওয়া হয়। কাগজ, থার্মোকলের কাপ আর ব্যবহার করতে হয় না। ফলে পরিবেশ রক্ষায় এ এক ভাল উদ্যোগ বলে মনে করেন এলাকাবাসী।

Unique tea shop in Gujarat Vadodara people also eat cup

Advertisement