ইসকনে আমিষ? ভাবতেই অবাক লাগছে তাই তো। কিন্তু এবার তেমন ঘটনাই ঘটেছে। অভিযোগ এক যুবক লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খেয়েছেন। ফ্রায়েড চিকেন খেতে দেখা গেছে তাঁকে। এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতেই মুহুর্তে ভাইরাল। তারপরই শুরু হয়েছে বিতর্ক। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আজতক বাংলা।
Iskcon meat controversy in London