Advertisement

Elephant Viral Video: খিদের তাড়নায় ঝাড়গ্রামে হাটে হাতি, দোকান থেকে খেল সবজি

ঝাড়গ্রামে অব্যাহত গজরাজের দাপট। মন্দার বাজারে,খাবারের সন্ধানে বেরিয়ে এবার ঝাড়গ্রামের নেদাবহড়াতে গ্রামের হাটে ঢুকে পড়লেন রামলালা। শুধু তাই নয়, রীতিমতো দাদাগিরি। সবজির দোকানে হামলা চালিয়ে মন ভরে সবজি খেলেন তিনি। আর এ নিয়ে হুলুস্থুল পড়ে গেল এলাকায়। পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরায় বনদফতর।

Advertisement
POST A COMMENT