পুলিশের সামনেই পুলিশের বাজেয়াপ্ত করা একের পর এক অবৈধ মদের বোতল নিয়ে দে দৌড় পাবলিকের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ইতুকুরু রোডের একটি ডামপিং ইয়ার্ডে। এদিন ওই ডাম্পিং ইয়ার্ডে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত প্রায় ৫০ লক্ষ টাকার অবৈধ মদের বোতল নিষ্পত্তির আয়োজন চলছিল পুলিশের তরফে। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও। বোতলগুলির নিষ্পত্তির কাজ শুরু হওয়ার আগেই, হঠাৎ সেখানে জড়ো হয় সাধারণ মানুষের ভিড়। একের পর এক বোতল ছিনিয়ে নেয় পুলিশের হাত থেকে। দেখুন ভিডিও