Advertisement

Madhya Pradesh Police Dance: পুলিশের জন্মদিনে মহিলাদের সঙ্গে খুল্লাম খুল্লা শরীরী খেলা!দেখতে পারবেন না

সমাজে ন্যায়নীতি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব মূলত পুলিশ প্রশাসনের। সমাজের বুকে কোথাও কোনও খারাপ ঘটনা যাতে না ঘটে, সেটিও দেখা পুলিশ প্রশাসনেরই দায়িত্ব। তাই পুলিশ প্রশাসনের প্রত্যেক কর্মীর নিজেদের আচরণের দিকে বিশেষ খেলায় রাখা উচিত বলেই মনে করা হয়। কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের একাংশ অনেক সময় এমন কিছু করে ফেলেন, যার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায়। এবার যে ঘটনার কথা আপনাদের বলব, সেখানেও কার্যত তেমনটাই তেমনটাই দেখা গিয়েছে। এখানে আপনাদের Madhya Pradesh র একটি ঘটনার কথা আপনাদের বলব। সোমবার মধ্যপ্রদেশের দাতিয়ায় এক এসএআই-কে এক কনস্টেবলের জন্মদিনের পার্টিতে দুই মহিলার সঙ্গে উদ্দামভাবে নাচতে দেখা গিয়েছে। সেই নাচের ভিডিও ইতিমধ্যেই Viral হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

Madhya Pradesh police constable dances at birthday party

Advertisement