Advertisement

ছোবল মারা Cobra কেই পকেটে ভরে হাসপাতালে! ভয়ানক কাণ্ড রিকশাচালকের

সাপ পকেটে ভরে হাসপাতালে রিকশাচালক। মথুরার ঘটনা। ই-রিকশাচালক দীপক রাজপুতকে একটি গোখরোয় কামড়েছিল। সময় নষ্ট না করে সাপটিকে জ্যাকেটের ভিতর ভরে তিনি পৌঁছে যান জেলা হাসপাতালে। জরুরি বিভাগে সাপ হাতে দাঁড়াতেই আতঙ্ক ও হইচই শুরু হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
POST A COMMENT