নিশ্চিন্তে কচুরি খাচ্ছিল মানুষজন। হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা। একটি গাড়ি ঢুকে গেল কচুরির দোকানে। উল্টেপাল্টে গেল দোকান। গাড়ির ধাক্কায় ছিটকে গেল মানুষজন। ঘটনাটি ঘটেছে দিল্লির সিভিল লাইনসের রাজপুর রোডের বিখ্যাত ফতেহ কচুরি বিক্রেতার দোকানে। তবে এই ঘটনায় কেউ মারা যাননি। CCTV ক্যামেরায় এই ভয়ঙ্কর ভিডিওটি রেকর্ড হয়েছে। দেখুন সেই ভিডিও।