কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সম্প্রতি এই আপ্তবাক্যে বিশ্বাস করে নিজের কোমায় চলে যাওয়া ছেলে সুস্থ হয়ে উঠছে বলে দাবি করেছেন এক বাবা। তাঁর দাবি দীর্ঘদিন ধরে কোমায় ছিল ছেলে। এরপর বিশ্বাসে ভর করে ছেলেকে নিয়ে Puri Jagannath Temple এ আসেন তিনি। আর প্রভু Jagannath র পায়ে আশীর্বাদ নেওয়ার পরই নাকি অল্প হলেও পা নাড়াতে শুরু করেছে। তাঁর ছেলের এই শারীরিক সুস্থতা প্রভু জগন্নাথ দেবের কৃপায় সম্ভব হয়েছে। এটি একটি ঐশ্বরিক লক্ষ্মণ।
Son recovers from coma after blessing at Puri Jagannath temple