Speed Painter: কয়েকটি আঁকিবুঁকিতেই স্বাক্ষর বদলে যাচ্ছে ছবিতে, দেখুন 'স্পিড পেইন্টার'-এর কেরামতি
Speed Painter: কয়েকটি আঁকিবুঁকিতেই স্বাক্ষর বদলে যাচ্ছে ছবিতে, দেখুন 'স্পিড পেইন্টার'-এর কেরামতি
- কলকাতা,
- 02 Apr 2024,
- Updated 4:14 PM IST
কেউ নাম সই করে তাঁর কাছে দিলেই পেনের আঁচড়ে তা হয়ে ওঠে একটি সুন্দর ছবি। অসমের গুয়াহাটির স্পিড পেইন্টার রবিন বার একটি স্বাক্ষরকে শিল্পে রূপান্তরিত করছে। সোশ্যাল মিডিয়ার তার এই শিল্পকর্ম যথেষ্ট ভাইরাল হয়েছে। দেখুন রবিনের কেরমতি।