পর্যটকদের সামনে হরিণ মুখে নিয়ে যাচ্ছে বাঘ। এই দৃশ্য দেখে রোমাঞ্চিত পর্যটকরা। পর্যটকরা করবেট টাইগার রিজার্ভে ধেলা রেঞ্জে জঙ্গল সাফারি করার সময় এটি দেখে। পর্যটকরা দেখে রাস্তার ওপর দিয়ে একটি বাঘ হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে। করবেট টাইগার রিজার্ভের পার্ক ওয়ার্ডেন অমিত গোয়াসাকোটি পিটিআই-কে বলেন, "টাইগার রিজার্ভ থেকে ধেলা রেঞ্জের রাস্তায় একটি বাঘকে তার নিহত হরিণ নিয়ে বনের দিকে যেতে দেখা গেছে। এটা স্বাভাবিক আচরণ, বাঘ শিকার করছে।" ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।