Advertisement

Bouncer For Guard Tomatoes: বাউন্সার রেখে টমেটো বিক্রি সমাজবাদী পার্টির নেতার, VIDEO

টমেটোর দাম আকাশ ছোঁয়া। অনেকেরই এত দাম দিয়ে টমেটো কেনার সামর্থ্য নেই। রান্নায় টমেটো না হলে চলে না। তাই অনেকেই টমেটো ১ কেজির জায়গায় ৫০ অথবা ১০০ গ্রাম কিনছেন। কিন্তু অনেক জায়গাতে টমেটো লুট হওয়ার ঘটনা ঘটছে। আর তাই বারানসীর এক বিক্রেতা একাবারে বাউন্সার নিয়ে টমেটো বিক্রি করছেন। যাতে টমেটো কেউ লুট করতে না পারে। এই নিয়ে পরে PTI-এর তরফে ট্যুইটও করা হয়। বিক্রেতা অজয় ফৌজি সমাজবাদী পার্টির কর্মী হওয়ায় তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদটি পরিবেশনের পর খোদ সংবাদ সংস্থা পিটিআই-ও তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

Vegetable Vendor Hires Bouncers to Guard Tomato at Varanasi

Advertisement
POST A COMMENT