টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড পাঞ্জাব। শুক্রবার বিধ্বংসী টর্নেডোর কবলে পঞ্জাবের ফাজিলকা জেলার আবোহার গ্রাম। বুকাইনওয়ালা গ্রামের অন্তত 3 বর্গকিলোমিটার এলাকা জুড়ে রীতিমতো ধ্বংসলীলা চালায় টর্নেডোটি। প্রকৃতির সেই রুদ্ররূপের একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে চারদিক পাক খেতে খেতে ধেয়ে আসছে ঝড়। টর্নেডোর পথে যা পড়ছে, নিমেষে তা উড়ে গিয়েছে খড়কুটোর মতো। খবর পেয়ে গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেয় বিএসএফ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা বহু লোককে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। টর্নেডোর জেরে প্রায় 50 টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে উড়ে গিয়েছে অধিকাংশ বাড়ির চাল। আহত হয়েছেন একাধিক মানুষ। প্রচুর গাছপালা রাস্তায় পড়ে থাকায় ওই এলাকার যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে বিএসএফ এবং স্থানীয়েরা হাত লাগিয়ে সেই সব গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন।
Tornado in Punjab's Fazilka damages houses crops