হেলমেট পরে বাইক আরোহীদের বাইক চালানো কোনও নতুন ঘটনা নয়। তবে এই হেলমেট পরাকে কেন্দ্র করেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল শহর শিলিগুড়ি। নিজেদের পোষ্যকে বাইকের সামনে হেলমেট পরিয়ে ঘুরছেন এক দম্পতি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয়ে সামনে দেখা গেল এমনই এক ছবি। যা দেখে একরকম হতবাক পুলিশ থেকে সাধারণ মানুষ। রীতিমতো মাস্ক ও হেলমেট পরেই বাইকে সফর করছে কুকুরটি। দিব্যি খুশিতেও আছে সে। ট্রাফিক আইন অনুযায়ী বাইকে চাপলে অবশ্যই হেলমেট পরা উচিত। এই বার্তাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নিজেদের পোষ্যকেও হেলমেট পরিয়ে বাইকে নিয়ে ঘোরেন ওই দম্পতি। আর বিশেষভাবে তৈরি এই হেলমেটটি তারা নিজেরাই বানিয়েছেন বলে জানান। দেখুন ভিডিও।
Dog Riding Bike Wearing Helmet and Mask, Viral Video